মাদারীপুরের শিবচর উপজেলায় এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাদবরচর ইউনিয়নের পাচ্চর বাজারে আমিরের মার্কেটের একটি চায়ের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রমেন মালো (৩৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়ার চন্দা গ্রামের রামা মালোর ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বাজারের পাশের মালোপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রমেন মালো দীর্ঘদিন ধরে পাচ্চর বাজারে চায়ের দোকান চালাতেন। বুধবার সকালে আশপাশের লোকজন দোকানের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পান।
বাজারের ব্যবসায়ী সুজন জানান, আগে রমেন একটি মিষ্টির দোকানে কাজ করতেন, তখন তার দিন ভালোই কাটছিল। কিন্তু নিজে চায়ের দোকান খোলার পর ধার-দেনার মধ্যে পড়েন। তার ধারণা, ঋণের চাপ থেকে মানসিক টেনশনে রমেন আত্মহত্যা করেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন,
“রমেন মালোর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।