
ক্ষমতার অপব্যাবহার করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ডের জায়গা অবৈধভাবে দখল বানিজ্যের অভিযোগ উঠেছে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি কেয়াজুপাড়া বাজারের বাজার চৌধুরী মো. আবুল হোসেন এর বিরুদ্ধে।
সোম বার (২২শে সেপ্টেম্বর) ভুক্তভোগী স্থানীয় এলাকার জনসাধারণ ও বাজারের ব্যাবসায়ীগণ বাজার চৌধুরীর শাস্তি ও অপসারণের দাবীতে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
মানব বন্ধনে বক্তারা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাজারের জায়গায় স্থাপিত বায়তুশ শরফ মসজিদের নির্ধারিত জায়গা টাকার বিনিময়ে অবৈধ দখল দেয়া, দুই তলা পাকা ভবন নির্মাণে সহযোগিতা করা, বহিরাগতদের কাছে চার পাঁচ লাখ টাকায় বাজারেরে প্লট বিক্রি করা, বাজার ফান্ডের জায়গায় অবৈধভাবে বসতি স্থাপনে সহযোগীতা করা সহ নানা অনিয়মের সাথে জড়িত বাজার চৌধুরী আবুল হাসেম।
এছাড়াও কিছুদিন আগে ১৪ লাখ টাকার বিনিময়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে ৪ টি প্লট বিক্রি করারও অভিযোগ আছে বাজার চৌধুরী আবুল হোসেন এর বিরুদ্ধে।
বিগত বিশ বছর আওয়ামী লীগের সাথে স্বক্ষতার খাতিরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে থাকায় ক্ষমতা-শক্তি প্রয়োগ করে নৈরাজ্য সৃষ্টি করে ছিলেন এই আবুল হোসেন।
নিজে কোন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত না থাকলেও ২০ বছরে দলিয় প্রভাবে বাজার চৌধুরীর ক্ষমতায় অবৈধভাবে কামিয়েছেন কোটি কোটি টাকা।
তার ক্ষমতার দাপটে মুখ খুলতে পারেননি অনেক ব্যবসায়ি ও সাধারণ মানুষ। বাজার ফান্ডের জায়গায় অবৈধ বাণিজ্যের সাথে জড়িত এই আবুল হোসেন কে বাজার চৌধুরীর পদ থেকে অপসারণ এবং দ্রুত তার সকল কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য বাজার ফান্ড প্রশাসক এবং জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর নিকট দাবী জানানো হয়।
মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মো. ইকবাল, বাজার কমিটির সদস্য, মাওলানা আবু হানিফ, ব্যবসায়ী নূরুল আবছার, স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া এবং মসজিদের ঈমাম আব্দুস সবুর।
এছাড়া মানব বন্ধন কর্মসূচিতে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাধারন ব্যবসায়ী ও স্থানীয় অনেকেই অংশ গ্রহন করে আবুল হোসেনের অপসারন ও বিচার দাবি করেন।