কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন শুক্রবার বিকেল চারটায় সদরের শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইসহাক বেপারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওসমান গণির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক,তোফায়েল আহমেদ,এমদাদুল হক শিপন,নজির আহাম্মদ,চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম। আরও বক্তব্য রাখেন পৌরসভার নয়টি ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা যু্বদলের আহবায়ক মোঃ হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, পৌরসভা মৎস্যজীবি দলের আহবায়ক মাসুদ রানা সুজন,পৌর ছাত্রদল সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন, সহসভাপতি জাহিদ আহমেদ জীম,সামীর হোসেন,সাধারণ সম্পাদক গাজী আবদুল্লাহ আল জোবায়ের,যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান সামি জোহা, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান পাভেল ও সহসাংগঠনিক সম্পাদক সৈকত মজুমদারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।