1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বৃহত্তর কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত! গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালদায় বিষপ্রয়োগকারীদের তথ্য দিলেই পুরস্কার ঘোষণা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গলাচিপায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব–এম. জহির উদ্দিন স্বপন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রুবেল শেখের বিরুদ্ধে,আতঙ্কে এলাকাবাসী!

সুচিত্রা রায়
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বারুইপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটানোর অভিযোগ রুবেল শেখের বিরুদ্ধে

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, সামাজিক প্রতিষ্ঠানের দখলসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, রুবেল শেখ নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন।স্থানীয়দের ভাষ্য, তাঁর বিরুদ্ধে মুখ খুললেই হুমকি ও হয়রানির শিকার হতে হয়।

#জমি নিয়ে জাল দলিলের অভিযোগ
আবুল বাসার নামের এক ব্যক্তি বলেন,বাড়ইপাড়া বাসস্ট্যান্ডের কাছে আমাদের ৮২ শতাংশ জমি রুবেল শেখ ভুয়া দলিল বানিয়ে দখল করে নিয়েছে। আমরা আদালতে মামলা করেছি। কিন্তু আজও জমি ফেরত পাইনি। এখন ওখানে একটা কোম্পানির সাইনবোর্ড ঝুলানো আছে।

#ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পপ্রতিষ্ঠানের মালিক বলেন, আমার তিনটা কারখানার ঝুট জোর করেই নিয়ে যায় রুবেল। কারখানায় হামলা হয়েছে। এখন আবার কারখানার সামনে তার লোক বসিয়ে রাখে,তিনি আরও বলেন, ওর ভয়ে কেউ কথা বলে না। এমনকি সংবাদমাধ্যমেও ঠিকভাবে কিছু প্রকাশ হয় না।

#ক্লাব ও দোকান দখলের অভিযোগ
বাড়ইপাড়া সামাজিক সংগঠন আশার আলো যুব সমিতি ক্লাব (রেজি: ঢাকা, ঢ. ০২১৪৩) সম্পর্কে স্থানীয়রা জানান, এটি একসময় নির্দলীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ৫ আগস্টের পর ক্লাবটি দখলে নিয়ে একটি রাজনৈতিক দলের অফিস বানানো হয়েছে। দখলের পর তার লোক ছাড়া অন্য সদস্যদের ক্লাবে ঢুকতে না দেওয়া অভিযোগও উঠেছে।এ ছাড়া অভিযোগ রয়েছে, সড়কের পাশের ফুটপাত, প্রতিবন্ধী ব্যক্তির দোকান, এমনকি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি পুরোনো অফিসও দখল করে সেখানে বাণিজ্যিক দোকান করে ভাড়া দেওয়া হয়েছে।

#অটোরিকশা ও ফুটপাত থেকে চাঁদা আদায়
স্থানীয়দের ভাষ্য, বাড়ইপাড়া-পল্লী বিদ্যুৎ রুটে চলাচল করা অন্তত ২০০টি অটোরিকশার চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়। ফুটপাতে বসা হকারদের কাছ থেকেও মাসিক ভিত্তিতে অর্থ আদায় করা হচ্ছে।

#রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া
শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, দলের কেউ যদি নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকে, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করব। অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় আরেক নেতা বলেন, ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

রুবেল শেখ বিএনপির শিমুলিয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

#অভিযুক্ত রুবেল শেখ কী বলছেন?
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রুবেল শেখ বলেন, আমি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত না। আমি ক্লাবের একজন সদস্য। সেখানে গেলে কি সেটা অপরাধ? আর জমির মালিক মারা গেছেন, তাঁর ছেলে মামলা করেছেন। আমি ওখানে জড়িত না।

#এলাকাবাসীর প্রত্যাশা
স্থানীয়দের অভিযোগ, রুবেল শেখের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে পারেন না। কেউ প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলা কিংবা পুলিশের ভয় দেখানো হয়।এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাঁরা চান, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট