চাঁদপুর সদর ভুমিদস্যুদের করাল গ্রাস থেকে ভুমি উদ্ধার করে এখন চাষাবাদ করছে বিএনপি দলীয় নেতা ১২ নং চন্দ্রা ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মোঃ ইউসুফ খান।
সুত্র জানায়, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর,দালাল,ভুমিদস্যু চাঁদপুর সদর উপজেলাধীন ১২ নং চান্দ্রা ইউনিয়নের মোঃ মনু খাঁ খান জাহান আলী কালু পাটোয়ারী, মিজান চৌকিদার, মালেক গাজী ও কাজল খান ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পদে থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের পাশাপাশি দুই যুগেরেও বেশী সময় ধরে বিএনপির নেতা ১২ নং চন্দ্রা ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মোঃ ইউসুফ খান ও তার তিন ভাই মোঃ আবুল হোসেন মোঃ বিল্লাল হোসেন খান মোঃ মোক্তার খান এদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে রেখে ভোগ করছিলেন।হাজারও আইনি তদবিরেও তা উদ্ধার করা সম্ভব হয়নি।
কিন্তু বিপ্লবি জুলাই এর পরে আইনি লড়াইয়ের পরে সেই বেদখলীয় ভু-সম্পত্তি উদ্ধার করে ভোগ দখলে গেছেন। বর্তমানে বাউন্ডারি ওয়াল করে সহ শাক-সবজি চাষাবাদ করছেন।