কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর ভোরে পৌর এলাকার বিদ্যালয় সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, ডাকাতি কাজে ব্যবহৃত কালো মাক্স ও একটি লোহার তৈরি হাতুড়ি উদ্বার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়ার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার মৃত জালাল আহমদের ছেলে জিসান (২০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. শাহজাহান (৪২) ও সাহারবিল ইউনিয়নের কোরালখালীর কালু ফকিরের ছেলে আব্দুল্লাহ (২২)। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান , ‘দেশীয় অস্ত্রসহ কয়েকজন যুবক ডাকাতির প্রস্তুতির সংবাদ গোপন ভিত্তিতে পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করেন, ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।’ ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু শেষে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’