1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর” বাংলাদেশের পাসপোর্টধারী সকল প্রবাসীদের নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড

চকরিয়ায় নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের আইন শৃংখলানিয়ে মতবিনিময় সভা

জামাল হোছাইন, কক্সবাজার
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল আনোয়ার।

শনিবার (৩০ আগস্ট ‘২৫) সন্ধ্যা ৭টায় থানার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত (২৪ আগস্ট) তিনি চকরিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। আইনশৃংখলা পরিস্থতি উন্নয়নের লক্ষে মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, অস্ত্র,ছিনতাই, ইভটিজিং ও নানা অপরাধ তুলে ধরে তা সমাধানের জন্য উপস্থিত গণমাধ্যম কর্মীরা পরামর্শ দেন।থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত ওসি তৌহিদুল আনোয়ার বলেন পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় পুলিশের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে পুলিশ- সাংবাদিক এক হয়ে কাজ করবে।

যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো টিম নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য তিনি আরও বলেন, “আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে অপরাধ দমন আরও সহজ হবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় পাশে থাকবে। তারা মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র উদ্ধারের মতো সমস্যা চিহ্নিত করে তা প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে অপরাধ নির্মূলে পুলিশ-সাংবাদিক একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট