দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।
শনিবার (৩০ আগষ্ট) মেলান্দহে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতে তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে চান। রাজনীতির নানা সীমাবদ্ধতা ও সংঘাত থেকে বেরিয়ে গিয়ে সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান।
আলহাজ্ব কিসমত পাশা জামালপুরের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা প্রয়াত ডাঃ নুরুল ইসলাম ছিলেন যুদ্ধ-পরবর্তী সময়ে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের প্রথম সংসদ সদস্য। বাবার পথ অনুসরণ করে তিনিও দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন।
টানা ২৪ বছর ধরে ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া মানবাধিকার কমিশন, বাংলাদেশ স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে