1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক সাবেক ডিসি বারী লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ কবিতা/জীবন শেষ নয়/মোহাম্মদ আলীম-আল-রাজী বাউফলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ -দপ্তর সম্পাদক এর গনসংযোগ ও পথ সভা কবিতা/শূন্যতার ছোঁয়া /মোহাম্মদ আলীম -আল-রাজী  কবিতা/প্রিয় নবী /রাহেলা আক্তার  গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি এবং নবজাতকের মৃত্যু অভিযোগ ক্লিনিক ভাংচুর ও অগ্নিসংযোগ  মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন বান্দরবানের লামায় পালিত হলো দৈনিক কাল বেলা’র ৩য় বর্ষপূর্তি

গলাচিপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি,এলাকায় আতঙ্ক

মোঃ হেলাল উদ্দীন,গলাচিপা,পটুয়াখালী 
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর গলাচিপায় ভোররাতে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি চালিয়ে স্বর্ণালংকার লুট করেছে। শনিবার (২৩ আগস্ট) ভোর রাত ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার ব্যবসায়ী শ্যামল পোদ্দার (৫৫) এর বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতের খাবার শেষে শ্যামল পোদ্দার, তার স্ত্রী শিপ্রা পোদ্দার ও মেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে হঠাৎ শব্দ শুনে তারা জেগে উঠলেও কিছু অস্বাভাবিক না দেখে আবার ঘুমিয়ে যান। পরে ভোর ৪টার দিকে ৫–৭ জনের সংঘবদ্ধ ডাকাতদল রান্নাঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল দরজার চৌকাঠ ও কক্ষের ছিটকানি ভেঙে ঘরে ঢোকে।ডাকাতরা মুখে গামছা বেঁধে দেশীয় অস্ত্র হাতে শ্যামল পোদ্দার ও তার স্ত্রীকে জিম্মি করে আলমারি থেকে তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল লুট করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় সাড়ে চার ভরি বলে জানা গেছে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, রাতের বেলায় নিয়মিত পুলিশি টহল না থাকায় এ ধরনের অপরাধের ঘটনা বাড়ছে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট