পটুয়াখালীর গলাচিপায় ভোররাতে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি চালিয়ে স্বর্ণালংকার লুট করেছে। শনিবার (২৩ আগস্ট) ভোর রাত ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার ব্যবসায়ী শ্যামল পোদ্দার (৫৫) এর বাসায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতের খাবার শেষে শ্যামল পোদ্দার, তার স্ত্রী শিপ্রা পোদ্দার ও মেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে হঠাৎ শব্দ শুনে তারা জেগে উঠলেও কিছু অস্বাভাবিক না দেখে আবার ঘুমিয়ে যান। পরে ভোর ৪টার দিকে ৫–৭ জনের সংঘবদ্ধ ডাকাতদল রান্নাঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল দরজার চৌকাঠ ও কক্ষের ছিটকানি ভেঙে ঘরে ঢোকে।ডাকাতরা মুখে গামছা বেঁধে দেশীয় অস্ত্র হাতে শ্যামল পোদ্দার ও তার স্ত্রীকে জিম্মি করে আলমারি থেকে তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল লুট করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় সাড়ে চার ভরি বলে জানা গেছে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, রাতের বেলায় নিয়মিত পুলিশি টহল না থাকায় এ ধরনের অপরাধের ঘটনা বাড়ছে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com