“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ১২ আগষ্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে কালাই উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলামের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শামিমা আক্তার জাহান, বিশেষ অতিথি কালাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান,কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন সহ উপজেলার সফল আত্মকর্মী ও যুব সংগঠকরা। পরে যুব উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ করায় সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।