৬ দফা দাবীতে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে হেলথ এসিসন্ট্যানদের অবস্থান কর্মসুচী পালন করছে।
গত মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ৮২ জন হেলথ এসিসট্যান্ট এই অবস্থান কর্মসুচী পালন করছে। দাবী গুলো হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/ সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। এসময় জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আল মোস্তাহিদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর মজিদ, সাংগঠনিক সম্পাদক রেজাউন্নবী রানু, মহিলা বিষয়ক সম্পাদক মোমেনা আকতার প্রমুখ।