1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে চাদাঁবাজির অভিযোগে এলেঙ্গায় মানববন্ধন কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে খয়রাতি সাহায্য,(জিআর)রিলিফ প্রকল্পের ৬০০ টন চাল আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়ায় তৃতীয় দিনের মতো চলছে সিএনজির ধর্মঘট গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক আটক কণ্ঠরোধের কালোছায়া: ‘করাত কাশেম’কে থামাতে কি গাইবান্ধায় অপরাধীরা ঐক্যবদ্ধ? অটোরিকশা চালক ও মালিকদের দ্বিতীয় দিনের মতো ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স মেলা হারানো বিজ্ঞপ্তি রূপগঞ্জে আদালতের নির্দেশে এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক আটক

মাহমুদুল হাবিব রিপন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

‎গাইবান্ধা জেলা সদরের ২ নম্বর রেলগেট এলাকার রেললাইন সংলগ্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে মাদক সেবনের সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
‎আটককৃতরা হলেন:
‎১. প্রথমজিৎ (২৫), পিতা: রাখাল, গ্রাম: মালিপাড়া, গাইবান্ধা সদর।
‎২. মো. সবুজ মিয়া (২৮), পিতা: সমেষ কর্মকার, গ্রাম: জগৎ রায় গোপালপুর, গাইবান্ধা সদর।
‎৩. মো. মামুন (৩১), পিতা: মো. শুকরু মিয়া, গ্রাম: সরকারপাড়া, গাইবান্ধা সদর।
‎অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী। তিনি তিন আসামির প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
‎পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ বর্তমানে তাদের হেফাজতে রেখে দণ্ড কার্যকর করছে।
‎গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এটি তাদের নিয়মিত অভিযানের অংশ। মাদকবিরোধী কার্যক্রমে সরকার ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর অবস্থান নিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলমান থাকবে।
‎একজন কর্মকর্তা বলেন, মাদক কেবল একজনকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। এ থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই প্রচেষ্টা চলবে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট