গাইবান্ধা জেলা সদরের ২ নম্বর রেলগেট এলাকার রেললাইন সংলগ্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে মাদক সেবনের সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন:
১. প্রথমজিৎ (২৫), পিতা: রাখাল, গ্রাম: মালিপাড়া, গাইবান্ধা সদর।
২. মো. সবুজ মিয়া (২৮), পিতা: সমেষ কর্মকার, গ্রাম: জগৎ রায় গোপালপুর, গাইবান্ধা সদর।
৩. মো. মামুন (৩১), পিতা: মো. শুকরু মিয়া, গ্রাম: সরকারপাড়া, গাইবান্ধা সদর।
অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী। তিনি তিন আসামির প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ বর্তমানে তাদের হেফাজতে রেখে দণ্ড কার্যকর করছে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এটি তাদের নিয়মিত অভিযানের অংশ। মাদকবিরোধী কার্যক্রমে সরকার ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর অবস্থান নিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলমান থাকবে।
একজন কর্মকর্তা বলেন, মাদক কেবল একজনকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। এ থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই প্রচেষ্টা চলবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com