1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

কবিতা

এম এম মিজান 
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সুদ

এম এম মিজান
সুদ খেওনা বন্ধু তোমরা – হালাল আয় করো।
সুদ হলো হারাম কাজ — লেনদেনে সুদ ছারো।
সুদ খাওয়া সুদ দেয়া– নয়তো ভালো কাজ।
সুদের ফেরে গরীব মানুষ — শোষণ হচ্ছে আজ।
সুদের ব্যাবসা করে ধনী — আরও ধনী হয়।
সুদের যাতাকলে পরে –  গরীব কাঁদে নিশ্চয়।
সুদ খাওয়ার সত্তর পাপ — হাদিস থেকে জানি।
সুদের কালো থাবায় আজ– সবার চোখে পানি।
সুদ হলো মহাব্যাধি — গরীব মারার কল।
যেন ঔষধ দেখিয়ে — বিষ খাওয়ানোর ছল।
মায়ের সাথে যিনা করা — সুদের সর্বনিম্ন পাপ।
ইসলামি অর্থব্যবস্থা ধরে  – হটাও এই অভিশাপ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট