
সুদ
এম এম মিজান
সুদ খেওনা বন্ধু তোমরা – হালাল আয় করো।
সুদ হলো হারাম কাজ — লেনদেনে সুদ ছারো।
সুদ খাওয়া সুদ দেয়া– নয়তো ভালো কাজ।
সুদের ফেরে গরীব মানুষ — শোষণ হচ্ছে আজ।
সুদের ব্যাবসা করে ধনী — আরও ধনী হয়।
সুদের যাতাকলে পরে – গরীব কাঁদে নিশ্চয়।
সুদ খাওয়ার সত্তর পাপ — হাদিস থেকে জানি।
সুদের কালো থাবায় আজ– সবার চোখে পানি।
সুদ হলো মহাব্যাধি — গরীব মারার কল।
যেন ঔষধ দেখিয়ে — বিষ খাওয়ানোর ছল।
মায়ের সাথে যিনা করা — সুদের সর্বনিম্ন পাপ।
ইসলামি অর্থব্যবস্থা ধরে – হটাও এই অভিশাপ