1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
যাত্রী অধিকার ও নিরাপদ সড়ক আন্দোলনের দুই দশকের বেশি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল হটহাজারী মির্জাপুর ইউনিয়ন যুব বিভাগের নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত দালাল বসে কম্পিউটারে, রাষ্ট্রীয় তথ্য যেন হুমকির মুখে! সীতাকুণ্ডে চাঁদার টাকা না পাওয়ায় ঘর ভাংচুর গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভে উত্তাল গাইবান্ধা! বাসি গ্রিল বিরিয়ানি অস্বাস্থ্যকর ভাবে সংরক্ষণ,রেস্টুরেন্ট কে ৩০,০০০ হাজার টাকা জরিমানা ঝুঁকি নিয়ে কাজ, কিন্তু মর্যাদা-সুবিধা শূন্য: অবহেলিত সাংবাদিক সমাজ গাইবান্ধার ফুলছড়িতে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে SISP বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ!

অভিযোগ প্রমাণ করতে না পারলে রাজনীতি ছাড়ব’ — চ্যালেঞ্জ ছুঁড়লেন বাদশা!

মোহাম্মদ ইব্রাহিম
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা তার বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন—এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলের এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

বহিষ্কারের সিদ্ধান্তকে ‘একপাক্ষিক, অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে এমদাদুল হক বাদশা বলেন, “১২ জুলাই আমাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমাকে কোনো কারণ দর্শানো হয়নি, কোনো শোকজ পাঠানো হয়নি, এমনকি আমার বক্তব্যও শোনা হয়নি। এতবড় সিদ্ধান্ত নেওয়ার আগে তো অন্তত আমাকে জানাতে হতো।”তিনি বলেন, “তথাকথিত একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমার বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। অথচ এই অভিযোগের কোনো লিখিত প্রমাণ, দলিল কিংবা সাক্ষ্য নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি—চট্টগ্রামের কোনো থানায়, আদালতে বা সাধারণ ডায়েরিতে আমার নামে এমন অভিযোগ নেই। যদি কেউ প্রমাণ দিতে পারেন, আমি আজীবনের জন্য রাজনীতি ছাড়ব।”‘দলীয় ষড়যন্ত্র ও বিভাজনের শিকার’ বাদশা আরও বলেন, “দলের ভেতরকার বিভাজন ও গ্রুপিংয়ের কারণে আমাকে টার্গেট করে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। রাজনীতিতে আমার বিরুদ্ধে এখন পর্যন্ত ৫৮টি মামলা হয়েছে, ১০ বার কারাভোগ করেছি—সবই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে। কিন্তু কখনোই চাঁদাবাজি বা দখলবাজির মতো অভিযোগ আসেনি।” তারেক রহমানের প্রতি আহ্বান সংবাদ সম্মেলনে এমদাদুল হক বাদশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, “আমি দলের একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও পরীক্ষিত কর্মী। আমি বিনীতভাবে অনুরোধ করছি—এই বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করুন। সত্য উদঘাটন হোক, আমি নির্দোষ এটা প্রমাণ হবে।” কন্যার চোখে জল, পরিবারের পক্ষে প্রতিবাদ সংবাদ সম্মেলনে বাদশার মেয়ে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা গত ২০ বছর ধরে রাজনীতি করছেন। আমরা ছোটবেলা থেকেই সাফার করছি। আওয়ামী লীগ আমলে বারবার হয়রানির শিকার হয়েছি। এখন নিজের দলের কাছ থেকেই এই অন্যায় অপবাদ আমরা মানতে পারছি না।” তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে—আমাদের পরিবার নাকি বিল্ডিং করছে, পাঁচটি গাড়ি আছে, বড়লোক হয়ে গেছে। অথচ কোনো ফটো, ভিডিও বা লিখিত অভিযোগ পর্যন্ত নেই। এটা স্পষ্টভাবে একটি মানসিক হয়রানি। যদি ভবিষ্যতে আমাদের পরিবারকে টার্গেট করা হয়—তাহলে এর দায় কে নেবে?”

শেষে তিনি বলেন, “আমরা শুধু ন্যায়বিচার চাই। সঠিক তদন্ত হোক, প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়া হোক। একচুলও বেশি নয়, একচুলও কম নয়—আমরা চাই শুধু বিচার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট