1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাদুল্লাপুরে ঝোপের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার, স্বজনরা জিজ্ঞাসাবাদে হেফাজতে গাইবান্ধার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন চুড়ান্ত বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত  ব্রাহ্মণবাড়িয়া রুহুল কবির রিজভী বলে প্রশাসনে ঘাপটি মেরে থাকা হাসিনার প্রেতাত্মারা সরব! চকরিয়ায় মহাসড়কে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত বিধিবিধান না মেনে ক্লিনিক ও ডায়াগনস্টিক পরিচালনা করা যাবে না অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা ! কুমিল্লার সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লার নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাটের চিত্র শিল্পী মাহবুব ও মারুফের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলো নববধূ!

লেখার স্বাধীনতা ও সাহিত্যিক সংহতি: পেন বাংলাদেশের নবযাত্রা

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিশ্বব্যাপী লেখকদের অন্যতম প্রাচীন সংগঠন পেন ইন্টারন্যাশনাল
—যার মূল বিশ্বাস, “সাহিত্য কোনো সীমানা মানে না”—আজ বাংলাদেশে আরও একবার নবজাগরণের উজ্জ্বল আলোকদ্যুতি ছড়িয়ে দিলো ৪৮তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৫ সালের নির্বাহী কমিটি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মননশীল সমাবেশের মাধ্যমে। আমি গর্বিত, কারণ আমি শুধু একজন লেখক ও সাংবাদিক নই—আমি পেন ইন্টারন্যাশনাল-এর একজন সক্রিয় সদস্য, যার হাতে রয়েছে কলম—
আর কলম মানে শুধু লেখার হাতিয়ার নয়,
এটি মতপ্রকাশের অধিকার রক্ষার প্রতীক, স্বাধীনতার কণ্ঠস্বর।আজকের এই আয়োজনে আমি নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি আমার লেখা গবেষণাধর্মী গ্রন্থ “সাংবাদিক ও সংবাদপত্রের কথা” উপহার দিয়ে। এটি শুধু একটি গ্রন্থ নয়—
এটি সাংবাদিকতার সত্য ইতিহাস, সংগ্রাম, ও স্বপ্নের একটি সংকলন,
যা নবীন নেতৃত্বকে দেবে ভবিষ্যতের পথচলার এক চিন্তাশীল মানচিত্র।
✨ নবনির্বাচিত কমিটি ২০২৫: নেতৃত্বে যাঁরা-সভাপতি: প্রফেসর শামসাদ মোর্তুজা, পিএইচ.ডি,সহ-সভাপতি (৩): পারভেজ হোসেন, মোহসিন উদ্দিন, শামীম রেজা,সাধারণ সম্পাদক: জাহানারা পারভিন,যুগ্ম সম্পাদক (২): হামিম কামরুল হক, মোহসিন হাবিব,কোষাধ্যক্ষ: লাভলী
তালুকদার,প্রচার সম্পাদক: শরাফত হোসেন,অফিস সম্পাদক: জাহিদ সাহাগ,
কার্যনির্বাহী সদস্য (৫): শাকিরা পারভিন, মোহিউদ্দিন, ড. সুরিয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস, ওয়াশিম পালাশ
এই নতুন কমিটির নেতৃত্বে আমি প্রত্যাশা করি—বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার নিরপেক্ষতা এবং
সাহিত্যের সীমানাহীন বিস্তার আরও সুদৃঢ় হবে। আজকের অনুষ্ঠান ছিলো এক সাহিত্যিক মিলনমেলা—
যেখানে লেখক, কবি, প্রাবন্ধিক, সাংবাদিকদের মধ্যে গড়ে উঠেছিল
ভালোবাসার এক মুক্ত আড্ডা।
চা-চক্রে ছিলো শুধু চায়ের গন্ধ নয়,
ছিলো শব্দের সাহস, ন্যায়বোধের উত্তাপ, আর কণ্ঠহীনদের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার। কলমের অধিকার, কণ্ঠের মর্যাদা-আজকের এই দিনে পেন বাংলাদেশের আয়োজনে উপস্থিত থেকে মনে হলো—
লেখালেখি শুধুই একটি সৃজন নয়,
এটি দায়িত্ব। এটি প্রতিবাদের ভাষা, প্রতিবিম্বের আয়না। বিশ্বের যত বিপন্ন কণ্ঠ—তাদের পক্ষে দাঁড়ানোর এক আন্তর্জাতিক আন্দোলনের নাম PEN।
আমি আশা করি, নবনির্বাচিত এই কমিটি এই মহান উদ্দেশ্যকে আরো সুদূরপ্রসারী করবে। সত্যকে তুলে ধরবে, সাহিত্যের আলো ছড়াবে, আর সাংবাদিক ও লেখকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিসর নিশ্চিত করবে।শেষ কথায়-
এই লেখাটি এক অভিনন্দন বার্তা,
এক শুভ প্রত্যাশা, এক আত্মমর্যাদাপূর্ণ কলমসৈনিকের পক্ষ থেকে আরও অনেক কলমসৈনিকের প্রতি ভালোবাসার চিহ্ন। পেন বাংলাদেশ আজ শুধু নির্বাচন নয়, একটি নতুন দিগন্তের দিকে যাত্রা শুরু করলো— যেখানে শব্দ হবে মুক্ত, লেখা হবে শক্তি, আর সাহিত্য হবে বিশ্বমানবতার পক্ষে দাঁড়ানো এক প্রতিবাদী আলো।
শুভ হোক এই নতুন যাত্রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট