বিশ্বব্যাপী লেখকদের অন্যতম প্রাচীন সংগঠন পেন ইন্টারন্যাশনাল
—যার মূল বিশ্বাস, “সাহিত্য কোনো সীমানা মানে না”—আজ বাংলাদেশে আরও একবার নবজাগরণের উজ্জ্বল আলোকদ্যুতি ছড়িয়ে দিলো ৪৮তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৫ সালের নির্বাহী কমিটি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মননশীল সমাবেশের মাধ্যমে। আমি গর্বিত, কারণ আমি শুধু একজন লেখক ও সাংবাদিক নই—আমি পেন ইন্টারন্যাশনাল-এর একজন সক্রিয় সদস্য, যার হাতে রয়েছে কলম—
আর কলম মানে শুধু লেখার হাতিয়ার নয়,
এটি মতপ্রকাশের অধিকার রক্ষার প্রতীক, স্বাধীনতার কণ্ঠস্বর।আজকের এই আয়োজনে আমি নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি আমার লেখা গবেষণাধর্মী গ্রন্থ “সাংবাদিক ও সংবাদপত্রের কথা” উপহার দিয়ে। এটি শুধু একটি গ্রন্থ নয়—
এটি সাংবাদিকতার সত্য ইতিহাস, সংগ্রাম, ও স্বপ্নের একটি সংকলন,
যা নবীন নেতৃত্বকে দেবে ভবিষ্যতের পথচলার এক চিন্তাশীল মানচিত্র।
✨ নবনির্বাচিত কমিটি ২০২৫: নেতৃত্বে যাঁরা-সভাপতি: প্রফেসর শামসাদ মোর্তুজা, পিএইচ.ডি,সহ-সভাপতি (৩): পারভেজ হোসেন, মোহসিন উদ্দিন, শামীম রেজা,সাধারণ সম্পাদক: জাহানারা পারভিন,যুগ্ম সম্পাদক (২): হামিম কামরুল হক, মোহসিন হাবিব,কোষাধ্যক্ষ: লাভলী
তালুকদার,প্রচার সম্পাদক: শরাফত হোসেন,অফিস সম্পাদক: জাহিদ সাহাগ,
কার্যনির্বাহী সদস্য (৫): শাকিরা পারভিন, মোহিউদ্দিন, ড. সুরিয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস, ওয়াশিম পালাশ
এই নতুন কমিটির নেতৃত্বে আমি প্রত্যাশা করি—বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার নিরপেক্ষতা এবং
সাহিত্যের সীমানাহীন বিস্তার আরও সুদৃঢ় হবে। আজকের অনুষ্ঠান ছিলো এক সাহিত্যিক মিলনমেলা—
যেখানে লেখক, কবি, প্রাবন্ধিক, সাংবাদিকদের মধ্যে গড়ে উঠেছিল
ভালোবাসার এক মুক্ত আড্ডা।
চা-চক্রে ছিলো শুধু চায়ের গন্ধ নয়,
ছিলো শব্দের সাহস, ন্যায়বোধের উত্তাপ, আর কণ্ঠহীনদের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার। কলমের অধিকার, কণ্ঠের মর্যাদা-আজকের এই দিনে পেন বাংলাদেশের আয়োজনে উপস্থিত থেকে মনে হলো—
লেখালেখি শুধুই একটি সৃজন নয়,
এটি দায়িত্ব। এটি প্রতিবাদের ভাষা, প্রতিবিম্বের আয়না। বিশ্বের যত বিপন্ন কণ্ঠ—তাদের পক্ষে দাঁড়ানোর এক আন্তর্জাতিক আন্দোলনের নাম PEN।
আমি আশা করি, নবনির্বাচিত এই কমিটি এই মহান উদ্দেশ্যকে আরো সুদূরপ্রসারী করবে। সত্যকে তুলে ধরবে, সাহিত্যের আলো ছড়াবে, আর সাংবাদিক ও লেখকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিসর নিশ্চিত করবে।শেষ কথায়-
এই লেখাটি এক অভিনন্দন বার্তা,
এক শুভ প্রত্যাশা, এক আত্মমর্যাদাপূর্ণ কলমসৈনিকের পক্ষ থেকে আরও অনেক কলমসৈনিকের প্রতি ভালোবাসার চিহ্ন। পেন বাংলাদেশ আজ শুধু নির্বাচন নয়, একটি নতুন দিগন্তের দিকে যাত্রা শুরু করলো— যেখানে শব্দ হবে মুক্ত, লেখা হবে শক্তি, আর সাহিত্য হবে বিশ্বমানবতার পক্ষে দাঁড়ানো এক প্রতিবাদী আলো।
শুভ হোক এই নতুন যাত্রা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com