1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
‎পুলিশের প্রতিবেদনে উঠে এলো রংপুরের হিন্দু পাড়ার হামলার ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ শ্রীমঙ্গল থেকে ভুলে পঞ্চগড়ে, পরিবারকে ফিরে পেতে চায় ছোট্ট রিয়াদ নবীনগর পৌর শাখার ৫, ৬, ৭,নং ওয়ার্ডের কৃষক দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক পুনর্বিন্যাসে জামায়াতের কৌশলী সম্মেলন: গলাচিপার উলানিয়ায় নেতাদের দৃঢ় অবস্থান টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক ইনস্পেক্টর নির্বাচিত হলেন লোহাগাড়ার গর্ব মোঃ হাসানুজ্জামান হায়দার পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ  হাটহাজারীতে ‘জাগৃতি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প,শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন চৌধুরীহাটে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

সিইউজে কার্যালয় দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি: সাংবাদিকদের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে তাদের কার্যালয় অবিলম্বে দখলমুক্ত করার দাবি জানিয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের সাংবাদিক সমাজের নিরাপত্তা, সাংগঠনিক অধিকার ও ন্যায্য সম্মান নিশ্চিতের দাবি জানিয়েছে তারা। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের হাতে স্মারকলিপি তুলে দেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি স ম ইব্রাহিম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম প্রেসক্লাবে ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সিইউজের সিংহভাগ সদস্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মহলবিশেষ কর্তৃক সিইউজে কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, যা কর্মজীবী সাংবাদিকদের সাংগঠনিক মর্যাদা ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “চট্টগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠায় সিইউজে’র সদস্যরাই অগ্রণী ভূমিকা রেখেছেন। সেই ঐতিহ্যকে অস্বীকার করে সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা অসম্ভব। আমরা চাই, সবাই মিলে একটি সম্মিলিত ও সম্মানজনক সমাধানে পৌঁছানো হোক।”
সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, “দখলদারিত্বের মাধ্যমে সাংবাদিকদের স্বার্থ হাসিল করা যায় না। আমরা কারো বিরুদ্ধে নয়, বরং ন্যায়সঙ্গতভাবে আমাদের জায়গাটি ফেরত চাই।”
স্মারকলিপিতে সিইউজে কোনো পক্ষকে হেয় না করে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আন্তরিকতা প্রকাশ করেছে। এটি শুধু একটি কার্যালয় ফেরতের দাবি নয়, এটি একটি বৃহৎ সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার ও মর্যাদার প্রশ্ন। জেলা প্রশাসক ফরিদা খানম এই অবস্থাকে সাংবাদিকদের জন্য ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন এবং পহেলা বৈশাখের পর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার জন্য সমন্বয়ী উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের মধ্যে কোনো বিভাজন কাম্য নয়। আমি চাই, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকুক।” এই পরিস্থিতিতে চট্টগ্রামের সকল পেশাদার গণমাধ্যমকর্মীর প্রতি আহ্বান জানানো হচ্ছে—দল বা মতের পার্থক্য ভুলে গিয়ে, সাংবাদিকতার মৌল চেতনায় অবিচল থেকে সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্য নিয়ে একে অন্যের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।
সাংবাদিকতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়—এটি একটি পেশা, একটি দায়িত্ব, আর সবার আগে এটি জনগণের প্রতি একান্ত দায়বদ্ধতা। তাই সংঘাত নয়, আলোচনার মধ্য দিয়েই চট্টগ্রামে সাংবাদিক সমাজকে আবার ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা হোক—এই প্রত্যাশাই উঠে এসেছে সিইউজের এই দাবিপত্রে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট