1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুরাদনগরে চাচার উপর ভাতিজার হামলা; বাড়িঘর ভাংচুর কুষ্টিয়ায় ব্জ্রপাতে কৃষক ও ট্রলি চালকের মৃ’ত্যু মানবিকতার অভাবে উৎপলের মৃত্যু: গার্মেন্টস খাতে আর কত জীবন ঝরবে! ১৯৯১-এর সেই বিভীষিকাময় ২৯ এপ্রিল: চট্টগ্রাম প্রেস ক্লাবে স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ” আলোর দীপ্তি: এক নারী শিক্ষকের জীবনচিত্র আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদিত — ফরহাদুল হাসান সভাপতি, সাহেদ চৌধুরী সাধারণ সম্পাদক প্যাকেজ ব্যবসার আড়ালে পতিতাবৃত্তি, চোলাই মদ ও অস্ত্র সরবরাহে ওয়াসীমের অপরাধ সাম্রাজ্য! চট্টগ্রামে ওয়াসার পানিতে কেচু! জনস্বাস্থ্যের হুমকি, নাগরিক ফোরামের জরুরি হস্তক্ষেপের আহ্বান! হামিদচরে শোকের ছায়া: কিশোর গ্যাংয়ের অমানবিক আগ্রাসন চট্টগ্রামে চোরাচালানবিরোধী অভিযানে ১৪টি বিদেশি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

সিইউজে কার্যালয় দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি: সাংবাদিকদের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে তাদের কার্যালয় অবিলম্বে দখলমুক্ত করার দাবি জানিয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের সাংবাদিক সমাজের নিরাপত্তা, সাংগঠনিক অধিকার ও ন্যায্য সম্মান নিশ্চিতের দাবি জানিয়েছে তারা। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের হাতে স্মারকলিপি তুলে দেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি স ম ইব্রাহিম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম প্রেসক্লাবে ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সিইউজের সিংহভাগ সদস্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মহলবিশেষ কর্তৃক সিইউজে কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, যা কর্মজীবী সাংবাদিকদের সাংগঠনিক মর্যাদা ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “চট্টগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠায় সিইউজে’র সদস্যরাই অগ্রণী ভূমিকা রেখেছেন। সেই ঐতিহ্যকে অস্বীকার করে সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা অসম্ভব। আমরা চাই, সবাই মিলে একটি সম্মিলিত ও সম্মানজনক সমাধানে পৌঁছানো হোক।”
সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, “দখলদারিত্বের মাধ্যমে সাংবাদিকদের স্বার্থ হাসিল করা যায় না। আমরা কারো বিরুদ্ধে নয়, বরং ন্যায়সঙ্গতভাবে আমাদের জায়গাটি ফেরত চাই।”
স্মারকলিপিতে সিইউজে কোনো পক্ষকে হেয় না করে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আন্তরিকতা প্রকাশ করেছে। এটি শুধু একটি কার্যালয় ফেরতের দাবি নয়, এটি একটি বৃহৎ সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার ও মর্যাদার প্রশ্ন। জেলা প্রশাসক ফরিদা খানম এই অবস্থাকে সাংবাদিকদের জন্য ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন এবং পহেলা বৈশাখের পর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার জন্য সমন্বয়ী উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের মধ্যে কোনো বিভাজন কাম্য নয়। আমি চাই, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকুক।” এই পরিস্থিতিতে চট্টগ্রামের সকল পেশাদার গণমাধ্যমকর্মীর প্রতি আহ্বান জানানো হচ্ছে—দল বা মতের পার্থক্য ভুলে গিয়ে, সাংবাদিকতার মৌল চেতনায় অবিচল থেকে সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্য নিয়ে একে অন্যের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।
সাংবাদিকতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়—এটি একটি পেশা, একটি দায়িত্ব, আর সবার আগে এটি জনগণের প্রতি একান্ত দায়বদ্ধতা। তাই সংঘাত নয়, আলোচনার মধ্য দিয়েই চট্টগ্রামে সাংবাদিক সমাজকে আবার ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা হোক—এই প্রত্যাশাই উঠে এসেছে সিইউজের এই দাবিপত্রে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট