1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎পুলিশের প্রতিবেদনে উঠে এলো রংপুরের হিন্দু পাড়ার হামলার ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ শ্রীমঙ্গল থেকে ভুলে পঞ্চগড়ে, পরিবারকে ফিরে পেতে চায় ছোট্ট রিয়াদ নবীনগর পৌর শাখার ৫, ৬, ৭,নং ওয়ার্ডের কৃষক দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক পুনর্বিন্যাসে জামায়াতের কৌশলী সম্মেলন: গলাচিপার উলানিয়ায় নেতাদের দৃঢ় অবস্থান টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ট্রাফিক ইনস্পেক্টর নির্বাচিত হলেন লোহাগাড়ার গর্ব মোঃ হাসানুজ্জামান হায়দার পঞ্চগড়ে জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ  হাটহাজারীতে ‘জাগৃতি’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প,শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশন চৌধুরীহাটে কিশোরীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা: গ্রেফতার ২

বিশ্ব কবিতা দিবসে নজরুলের প্রতি শ্রদ্ধা—সাহিত্যের বিশ্বময় অনুরণন

মোহাম্মদ ইব্রাহিম
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

আজ ২১শে মার্চ, বিশ্ব কবিতা দিবস। কবিতার অনুরণন আজ ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর আকাশে-বাতাসে, হৃদয়ের অন্তস্তল থেকে উচ্চারিত হচ্ছে কবিতার সুর। এই মহিমান্বিত দিনে, আমরা জাতীয় কবি নজরুল মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম ডিসি হিলে, নজরুল স্মৃতিবিজড়িত স্থানে নজরুল স্কয়ারে, আমাদের প্রাণের কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্বব্যাপী সকল কবিকে সম্মান জানিয়েছি।
এই আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় কবি নজরুল মঞ্চের সভাপতি ফরিদা করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, কবি আশিষ সেন, মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেক নজরুলপ্রেমী। আমরা শুধু নজরুলকে স্মরণ করিনি, বরং তাঁর কবিতার বিপ্লবী চেতনা, মানবতার আহ্বান, এবং বিশ্বসাহিত্যে তাঁর অমোঘ প্রভাব নিয়েও আলোচনা করেছি। বিশ্বসাহিত্যে নজরুলের প্রভাব নজরুল ইসলাম শুধু বাংলার নয়, তিনি বিশ্বসাহিত্যেরও কবি। তাঁর কবিতা নির্যাতিত মানুষের কণ্ঠস্বর, তাঁর গানের বাণী স্বাধীনতার অগ্নিস্ফুলিঙ্গ। কবিতার শক্তি দিয়ে তিনি বিদ্রোহের জাগরণ ঘটিয়েছেন, আবার প্রেমের মোহনায় সমস্ত বৈরিতা ধুয়ে দিয়েছেন। তাঁর কবিতা কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং তা মুক্তির বার্তা, শৃঙ্খল ভাঙার আহ্বান।
বিশ্বসাহিত্যে নজরুলের কবিতা বিপ্লবী কবিদের শক্তির উৎস। তাঁর কবিতা আফ্রিকার মুক্তি সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছে, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে, মধ্যপ্রাচ্যের স্বাধীনতাকামী মানুষের কাছে প্রেরণা হয়ে উঠেছে। তাঁর কবিতা থেকে রাশিয়ার বিপ্লবী লেখকরাও শক্তি পেয়েছেন। নজরুল তাঁর ‘বিদ্রোহী’ কবিতায় যে বজ্রকণ্ঠ উচ্চারণ করেছেন, তা আজও সমস্ত অবিচার আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের অনুপ্রেরণা হয়ে আছে।
বিশ্ব কবিতা দিবসে নজরুলের শিক্ষা-আজকের বিশ্ব কবিতা দিবসে আমাদের মনে রাখতে হবে, কবিতা শুধু অলংকার নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। নজরুল আমাদের শিখিয়েছেন—শব্দের শক্তি দিয়ে জাগরণ ঘটানো যায়, মানবতার জয়গান গাওয়া যায়, বৈষম্যের শেকল ভাঙা যায়।
এই দিনে আমরা শুধু কবিতা লিখব না, কবিতার দর্শনকে হৃদয়ে ধারণ করব, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ করব, মানবতার জয়গান গাইব। বিশ্ব কবিতা দিবসে নজরুলের কবিতায় নতুন করে প্রাণ খুঁজে পেতে হবে, নতুন করে তাকে বিশ্বসাহিত্যে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে হবে।
আমরা যারা আজ নজরুল স্কয়ারে উপস্থিত ছিলাম, তাদের হৃদয়ে একটি অঙ্গীকার জেগেছে—আমরা নজরুলের চেতনায় কবিতাকে শুধু রচনা করব না, আমরা সেটিকে সমাজ বদলের অস্ত্র হিসেবে ব্যবহার করব।
কবিতা চিরঞ্জীব হোক! নজরুল চিরজাগ্রত থাকুন হৃদয়ে, বিশ্বসাহিত্যের মহাকাশে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট