1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের পাসপোর্টধারী সকল প্রবাসীদের নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড গাইবান্ধা, ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা হত্যার হুমকি থানায় অভিযোগ 

বিশ্ব কবিতা দিবসে নজরুলের প্রতি শ্রদ্ধা—সাহিত্যের বিশ্বময় অনুরণন

মোহাম্মদ ইব্রাহিম
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

আজ ২১শে মার্চ, বিশ্ব কবিতা দিবস। কবিতার অনুরণন আজ ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর আকাশে-বাতাসে, হৃদয়ের অন্তস্তল থেকে উচ্চারিত হচ্ছে কবিতার সুর। এই মহিমান্বিত দিনে, আমরা জাতীয় কবি নজরুল মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম ডিসি হিলে, নজরুল স্মৃতিবিজড়িত স্থানে নজরুল স্কয়ারে, আমাদের প্রাণের কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্বব্যাপী সকল কবিকে সম্মান জানিয়েছি।
এই আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় কবি নজরুল মঞ্চের সভাপতি ফরিদা করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, কবি আশিষ সেন, মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেক নজরুলপ্রেমী। আমরা শুধু নজরুলকে স্মরণ করিনি, বরং তাঁর কবিতার বিপ্লবী চেতনা, মানবতার আহ্বান, এবং বিশ্বসাহিত্যে তাঁর অমোঘ প্রভাব নিয়েও আলোচনা করেছি। বিশ্বসাহিত্যে নজরুলের প্রভাব নজরুল ইসলাম শুধু বাংলার নয়, তিনি বিশ্বসাহিত্যেরও কবি। তাঁর কবিতা নির্যাতিত মানুষের কণ্ঠস্বর, তাঁর গানের বাণী স্বাধীনতার অগ্নিস্ফুলিঙ্গ। কবিতার শক্তি দিয়ে তিনি বিদ্রোহের জাগরণ ঘটিয়েছেন, আবার প্রেমের মোহনায় সমস্ত বৈরিতা ধুয়ে দিয়েছেন। তাঁর কবিতা কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং তা মুক্তির বার্তা, শৃঙ্খল ভাঙার আহ্বান।
বিশ্বসাহিত্যে নজরুলের কবিতা বিপ্লবী কবিদের শক্তির উৎস। তাঁর কবিতা আফ্রিকার মুক্তি সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছে, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে, মধ্যপ্রাচ্যের স্বাধীনতাকামী মানুষের কাছে প্রেরণা হয়ে উঠেছে। তাঁর কবিতা থেকে রাশিয়ার বিপ্লবী লেখকরাও শক্তি পেয়েছেন। নজরুল তাঁর ‘বিদ্রোহী’ কবিতায় যে বজ্রকণ্ঠ উচ্চারণ করেছেন, তা আজও সমস্ত অবিচার আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের অনুপ্রেরণা হয়ে আছে।
বিশ্ব কবিতা দিবসে নজরুলের শিক্ষা-আজকের বিশ্ব কবিতা দিবসে আমাদের মনে রাখতে হবে, কবিতা শুধু অলংকার নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। নজরুল আমাদের শিখিয়েছেন—শব্দের শক্তি দিয়ে জাগরণ ঘটানো যায়, মানবতার জয়গান গাওয়া যায়, বৈষম্যের শেকল ভাঙা যায়।
এই দিনে আমরা শুধু কবিতা লিখব না, কবিতার দর্শনকে হৃদয়ে ধারণ করব, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ করব, মানবতার জয়গান গাইব। বিশ্ব কবিতা দিবসে নজরুলের কবিতায় নতুন করে প্রাণ খুঁজে পেতে হবে, নতুন করে তাকে বিশ্বসাহিত্যে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে হবে।
আমরা যারা আজ নজরুল স্কয়ারে উপস্থিত ছিলাম, তাদের হৃদয়ে একটি অঙ্গীকার জেগেছে—আমরা নজরুলের চেতনায় কবিতাকে শুধু রচনা করব না, আমরা সেটিকে সমাজ বদলের অস্ত্র হিসেবে ব্যবহার করব।
কবিতা চিরঞ্জীব হোক! নজরুল চিরজাগ্রত থাকুন হৃদয়ে, বিশ্বসাহিত্যের মহাকাশে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট