বর্তমানে ডিজিটাল প্রতারণার নতুন নতুন কৌশল দেখা যাচ্ছে। এবার রবি মাই অ্যাপের নামে গিফট বা পুরস্কার পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। প্রতারকচক্র ভুয়া পুরস্কার ঘোষণার মাধ্যমে ভিকটিমকে আকৃষ্ট করে এবং ধাপে ধাপে টাকা নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে। প্রতারণার কৌশল-
সম্প্রতি 01829575385 নম্বর থেকে একজন ভুক্তভোগীকে ফোন করা হয়। ফোন রিসিভ করতেই প্রতারক ভদ্রতা ও সৌজন্যতা দেখিয়ে বলেন, “আপনি খুবই সৌভাগ্যবান! রবি মাই অ্যাপের মাধ্যমে দেশের ৬৪ জেলার মধ্যে মাত্র ৭ জনকে নির্বাচিত করা হয়েছে, এবং আপনি তাদের একজন।” এরপর তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়— গাড়ি, ল্যাপটপ, মোবাইল ফোন বা নগদ টাকা (৫৪,০০০ টাকা ও ১৮ লাখ টাকা) থেকে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ আছে। পুরস্কার পেতে হলে প্রথমে ৩৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
এরপর ৫৪,০০০ টাকা পেতে হলে বিকাশ খরচ বাবদ ৪,৯০০ টাকা পাঠাতে হবে। বড় অঙ্কের পুরস্কার ১৮ লাখ টাকা পেতে হলে ৫,৯০০ টাকা জমা দিতে হবে। ভিকটিম প্রলোভনে পড়ে টাকা পাঠানোর পর প্রতারক চক্র নতুন নতুন অজুহাত দেখিয়ে আরও টাকা চায়। ভিকটিমের সর্বস্ব হাতিয়ে নেওয়ার কৌশল-
ভুক্তভোগী যখন প্রথম ধাপে টাকা পাঠান, তখন প্রতারক আশ্বাস দেয়, বিকাল ৫টার মধ্যে তার টাকা পৌঁছে যাবে। কিন্তু বিকালে যখন তিনি যোগাযোগ করেন, তখন প্রতারক বলে—
“আপনার টাকা ফেরত পেতে হলে হিসাবনিকাশ বাবদ আরও ৬৫০ টাকা পাঠাতে হবে, তারপর বাকি টাকা দেওয়া হবে।” এভাবে একাধিক ধাপে টাকা হাতিয়ে নেওয়া হয়। যখন ভিকটিম বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার, তখন প্রতারক তার ফোন নম্বর ব্লক করে দেয়। প্রতারণায় সহায়তাকারীরা-
এই চক্রের মূল হোতা একাধিক ব্যক্তি, যারা নারীদেরও এই প্রতারণার কাজে ব্যবহার করছে। একটি নম্বর পাওয়া গেছে, যা 01849239453, যেখানে এক নারীও এই প্রতারণার সঙ্গে যুক্ত।
প্রতারণা থেকে বাঁচতে করণীয়-এই ধরনের প্রতারণা থেকে নিজেকে ও অন্যদের রক্ষা করতে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি সতর্ক থাকা জরুরি— অচেনা নম্বর থেকে পুরস্কারের খবর পেলেই সন্দেহ করুন।
কোনো প্রতিষ্ঠান ফোন দিয়ে টাকা পাঠানোর কথা বললে সেটি প্রতারণা ধরে নিন। নিজের ব্যক্তিগত তথ্য ও বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার করবেন না। প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ জানান। এই ধরনের ফোন কল পেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এবং পুলিশের সাইবার ইউনিটে রিপোর্ট করুন। প্রতারকচক্র মানুষের সরলতাকে পুঁজি করে প্রতারণা করছে। তাই যে কোনো লোভনীয় অফার শুনলেই সেটিকে যাচাই করে দেখা উচিত। বিশেষ করে পুরস্কার পেতে টাকা জমা দেওয়ার শর্ত থাকলে সেটি নিশ্চিতভাবেই একটি প্রতারণা। এমন প্রতারণার হাত থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধি এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।