শাহ সুফি শাহ আমানত খান(রহ:) এর আওলাদ সাজ্জাদনশীন আলহাজ্ব শাহসুফি বেলায়েত উল্লাহ খান ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম পার্টির- বিএসপি চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের শাজ্জাদনশীন শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, শাহ সুফি বেলায়েত উল্লাহ খান ছিলেন দ্বীন, সুন্নিয়ত ও সুফিবাদের একনিষ্ঠ খেদমতগার। আউলিয়াকেরামের জিম্মাদারী ও তার উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি ছিলেন একাগ্রচিত্ত।
তাঁর ইন্তেকাল সুন্নি জনতা একজন অভিভাবক ও দিশারীকে হারিয়েছেন।
সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী মরহুমের রেখে যাওয়া শোক সন্তপ্ত পরিবার,অসংখ্য ভক্ত-অনুরক্ত, জায়রীনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।