১০ ফেব্রুয়ারি: আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রাণপুরুষ, উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার, সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজিরে মক্কী (রহ.)-এর স্মরণে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা এবং বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৮তম বার্ষিক সম্মেলন আগামী ১০ শাবান ১৪৪৬ হিজরি, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার বিকাল ৩টা থেকে দরবারে বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে।
মাহফিল উপলক্ষে দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি, পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)-এর সভাপতিত্বে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার মিলনায়তনে গত ৭ জানুয়ারি মঙ্গলবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন:
✅ বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী
✅ উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী আল কাদেরী
✅ বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ
✅ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর
✅ আনজুমানে জলিলিয়া রহমানিয়ার সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ সরওয়ার আযম
✅ মাওলানা আবু জাফর বাদশা
✅ মাস্টার মোহাম্মদ সেলিম
✅ আলহাজ্ব মোহাম্মদ আলমগীর
উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ:
✅ দরবারের মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ
✅ লালিয়ারহাট হোসাইনিয়া মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ হযরতুল হাজ্ব আল্লামা তৈয়ব আলী
✅ মাওলানা দিদারুল আলম চৌধুরী
✅ মুহাম্মদ শাহজাহান খান
✅ মাওলানা হাফিজুর রহমান রূমী
✅ শাহজাদা শাহ আহসান উল্লাহ শাহ চাঁদ
✅ শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা)
✅ বেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম মহানগরের সভাপতি গাজী মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ আলম শাহ
✅ মোহাম্মদ আলম মাহ
✅ মোহাম্মদ হাশেম কন্ট্রাক্টর
✅ বখতিয়ার সওদাগর
✅ ডাঃ মোহাম্মদ ইউসুফ
✅ নজরুল ইসলাম চৌধুরী
মাহফিলে বিশেষ আয়োজন:
➡️ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীনের আগমন
➡️ মানবিক কার্যক্রম, চিকিৎসা সেবা
➡️ পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, খতমে তাহলীল, খতমে ইউনুছ
➡️ জিকির, মিলাদ মাহফিল, আলোচনা সভা
➡️ বাদ এশা আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ
দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাদ্দাজিল্লুহুল আলী) হুজুর কেবলার ভক্তবৃন্দ, আত্মীয়স্বজন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী সকল সুন্নী মুসলমানকে মাহফিলে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন।
মাহফিল শেষে:
✅ খতমে খাজেগানে রহমানিয়া
✅ মিলাদ-কিয়াম ও মোনাজাত
✅ দেশ-জাতির সমৃদ্ধি ও উন্নয়নের জন্য দোয়া
✅ প্রয়াত ছাত্র-শিক্ষকদের জন্য মাগফিরাত কামনা
✅ ভক্ত-মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমানদের কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালিত হবে।
সংবাদের ভাষা সংক্ষিপ্ত, সুস্পষ্ট ও গঠনমূলকভাবে সংশোধন করা হয়েছে।