1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান তলবী সভা অবৈধ ঘোষণা: গাইবান্ধা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব-2 ‎পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক ‎ঘোড়াঘাটে মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২ শহর পেরিয়ে ভয়ংকর কিশোরগ্যাং কালচারে এখন মিরসরাইয়ে গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ গলাচিপা-কলাগাছিয়া সড়কের করুণ দশা, উপেক্ষিত জনদুর্ভোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম ববিকে আসামি করায় ব্যাপক ক্ষোভ নীলফামারীতে বিদেশি ফল রাম্বুটান চাষাবাদ করে সাফল নারী কৃষি উদ্যোক্তা খাদিজা আক্তার

চকলেট দেখিয়ে অপহরণ: ৮ ঘন্টা পর ঘরের পাশে মিলল শিশুর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারে নিখোঁজের ৮ ঘন্টা পর এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের ডিসি পাহাড় এলাকার খালি প্লট থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান।

নিহত আল মুহাম্মদ হক আহাদ (৭) কক্সবাজার সদরের খুরুশকুল মনুপাড়ার বাসিন্দা ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মজীবী আনোয়ারুল হকের ছোট ছেলে। সে কলাতলী সৈকত কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী।

নিহত আহাদের পিতা আনোয়ারুল হক জানান, বিকেলে বন্ধুদের সাথে খেলতে বের হয় ছেলে আহাদ। সন্ধ্যার আগে দুইজন অজ্ঞাত ব্যক্তি চকলেটের লোভ দেখিয়ে আহাদ ও তার বন্ধুকে টেনে গাড়ীতে তুলতে চাইলে আহাদের বন্ধু দৌড়ে পালিয়ে যায়। তবে পালাতে পারেনি আহাদ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় খোঁজ লাগানো হয়। জানানো হয় পুলিশকে। পুলিশকে জানানোর কয়েক ঘন্টা পর রাত ১টার দিকে আহাদের মরদেহ পাওয়া যায় ডিসি পাহাড় এলাকার নিজ বাড়ির পাশেই একটি খালি প্লটের ভেতর। প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে তাকে খবর দেন বলে উল্লেখ করেন আনোয়ারুল হক।

নিহত শিশু আহাদের চাচা মো. হানিফ জানান, নিথর দেহটি পাওয়ার পর দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার ঘন্টা তিনেক আগেই শিশুটি মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক তাদের নিশ্চিত করেন বলে উল্লেখ করেন হানিফ। আহাদের গলা ও মুখে আচড় এবং হাতে রক্তের দাগ ছিলো বলে জানান আহাদের চাচাতো ভাই মুহাম্মদ সাইফুল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, মাঝ রাতে নিখোঁজ শিশুটির মরদেহ স্থানীয়দের সহায়তায় ডিসি পাহাড় এলাকা থেকে উদ্ধার হয়। আজ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার পর বাকি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট