1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতি স্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা বকশীগঞ্জে স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত  টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মাভাবিপ্রবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বকশীগঞ্জে জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত তিন রঙা পতাকার অপমান চট্টগ্রামে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় প্রশাসন ও জনতার অঙ্গীকার জয়পুরহাটে বস্তায় মোরানো পোড়া লাশ উদ্ধার  ৩৬ জুলাই দিবসে আল আমিন স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত এনসিপির সমর্থকদের বিরুদ্ধে ভূমি অফিসের বেষ্টনী ভাঙ্গার অভিযোগ!

পূর্ব মাদারবাড়ীতে মোবাইল টাওয়ার স্থাপন নিয়ে উত্তেজনা: থানার অসহযোগিতায় ক্ষুব্ধ এলাকাবাসী

মো. ইব্রাহিম
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ীতে একটি মোবাইল ফোন অপারেটরের টাওয়ার স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসী টাওয়ারের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এবং ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও থানার অসহযোগিতার কারণে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।
টাওয়ার স্থাপনের প্রেক্ষাপট
জানা গেছে, পূর্ব মাদারবাড়ীর বাড়ি নং ১২৭-এর মালিক রিপন উদ্দিন তার পাঁচতলা ভবনের ছাদে একটি মোবাইল টাওয়ার স্থাপনের কাজ শুরু করেছেন। এলাকাবাসীর দাবি, অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকাটিতে টাওয়ার স্থাপন করা হলে এর বিকিরণ স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
বিশেষজ্ঞদের মতে, মোবাইল টাওয়ারের বিকিরণ দীর্ঘমেয়াদে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। স্থানীয় এক বাসিন্দা জানান, “আমাদের এলাকায় অনেক বাচ্চা রয়েছে। বিকিরণের কারণে তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।”
অবৈধ ভবন নির্মাণ ও প্রশাসনের নীরবতা
স্থানীয়দের অভিযোগ, পাঁচতলা ভবনটি সিডিএর অনুমোদন ছাড়াই নির্মিত। এরপরও ভবনের মালিক টাওয়ার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি সদরঘাট থানায় জানানো হলেও থানা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং তাদের অভিযোগ আমলে নেওয়ার বদলে ভবন মালিককে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সদরঘাট থানার অসহযোগিতা
প্রতিবাদ জানাতে থানায় গেলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি বলে জানান স্থানীয়রা। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। বরং ভবন মালিকের পক্ষ নিয়ে আমাদের তুচ্ছতাচ্ছিল্য করেছে।” স্থানীয়দের দাবি, পুলিশের এমন আচরণ প্রশ্নবিদ্ধ এবং এটি ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি করতে পারে।
স্থানীয়দের প্রতিবাদ ও আন্দোলনের প্রস্তুতি
এলাকার বাসিন্দারা কয়েক দফা প্রতিবাদ করেছেন এবং ভবন মালিককে কাজ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু তাদের কথা উপেক্ষা করেই টাওয়ার স্থাপনের কাজ চলতে থাকায় তারা বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।
দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি
এলাকাবাসী চান, অবিলম্বে টাওয়ার স্থাপনের কাজ বন্ধ করে বিষয়টি তদন্ত করা হোক। তারা সিটি করপোরেশন, সিডিএ, বিটিআরসি এবং পরিবেশ অধিদপ্তরের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, সদরঘাট থানার ভূমিকা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত। টাওয়ার স্থাপন এবং প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে স্থানীয়দের ক্ষোভ দিন দিন বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এ নিয়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট