চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ীতে একটি মোবাইল ফোন অপারেটরের টাওয়ার স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসী টাওয়ারের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এবং ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও থানার অসহযোগিতার কারণে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।
টাওয়ার স্থাপনের প্রেক্ষাপট
জানা গেছে, পূর্ব মাদারবাড়ীর বাড়ি নং ১২৭-এর মালিক রিপন উদ্দিন তার পাঁচতলা ভবনের ছাদে একটি মোবাইল টাওয়ার স্থাপনের কাজ শুরু করেছেন। এলাকাবাসীর দাবি, অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকাটিতে টাওয়ার স্থাপন করা হলে এর বিকিরণ স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
বিশেষজ্ঞদের মতে, মোবাইল টাওয়ারের বিকিরণ দীর্ঘমেয়াদে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। স্থানীয় এক বাসিন্দা জানান, "আমাদের এলাকায় অনেক বাচ্চা রয়েছে। বিকিরণের কারণে তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।"
অবৈধ ভবন নির্মাণ ও প্রশাসনের নীরবতা
স্থানীয়দের অভিযোগ, পাঁচতলা ভবনটি সিডিএর অনুমোদন ছাড়াই নির্মিত। এরপরও ভবনের মালিক টাওয়ার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি সদরঘাট থানায় জানানো হলেও থানা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং তাদের অভিযোগ আমলে নেওয়ার বদলে ভবন মালিককে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সদরঘাট থানার অসহযোগিতা
প্রতিবাদ জানাতে থানায় গেলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি বলে জানান স্থানীয়রা। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। বরং ভবন মালিকের পক্ষ নিয়ে আমাদের তুচ্ছতাচ্ছিল্য করেছে।" স্থানীয়দের দাবি, পুলিশের এমন আচরণ প্রশ্নবিদ্ধ এবং এটি ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি করতে পারে।
স্থানীয়দের প্রতিবাদ ও আন্দোলনের প্রস্তুতি
এলাকার বাসিন্দারা কয়েক দফা প্রতিবাদ করেছেন এবং ভবন মালিককে কাজ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু তাদের কথা উপেক্ষা করেই টাওয়ার স্থাপনের কাজ চলতে থাকায় তারা বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।
দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি
এলাকাবাসী চান, অবিলম্বে টাওয়ার স্থাপনের কাজ বন্ধ করে বিষয়টি তদন্ত করা হোক। তারা সিটি করপোরেশন, সিডিএ, বিটিআরসি এবং পরিবেশ অধিদপ্তরের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, সদরঘাট থানার ভূমিকা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত। টাওয়ার স্থাপন এবং প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে স্থানীয়দের ক্ষোভ দিন দিন বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এ নিয়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com