গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দরবস্ত ইউনিয়নের কোমরপুরের বৈঠাখালী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতের মাথাটি সম্পূর্ণ থেতলে যাওয়ায় তার পরিচয় উদ্ধার করা যায়নি। তবে কোমরে গোঁজা বিভিন্ন জিনিসপত্রের কারণে তাকে মানসিক ভারসাম্য হারানো বা ভবঘুরে পথচারী বলে ধারণা করা হচ্ছে।