জমি দখল আর চাঁদা দাবির জেরে চরফকিরার দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে প্রাণ দিতে হলো ইউনুছ আলীকে। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার মৃত্যু যেন স্থানীয় শান্তিপূর্ণ জীবনে এক ভয়ংকর আঘাত। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী এরশাদ চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রইছল হকের ছেলে। আহতরা হলেন—ইউনুছ আলীর ছোট ভাই জহির (৩৫), ফরহাদ (২৪) এবং নিজাম (২৬)।
নিহতের ভাই সামছুদ্দিন জানান, স্থানীয় নেজাম, তারেক, সুজন, ওবায়েদ ও নুরনবী রিমনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল নিহতের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা জমি দখল করতে গেলে ইউনুছ আলী বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা ছুরিকাঘাত করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
ইউনুছ আলীকে বাঁচাতে তার ভাই জহির, ফরহাদ ও নিজাম এগিয়ে গেলে তাদেরও সন্ত্রাসীরা আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ইউনুছ আলীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।