যশোর কেশবপুর উপজেলার কাটাখালি বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে জলাবদ্ধ এলাকার অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কাটাখালি বাজারে যশোর জেলার সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান এছাড়াও আগত রোগীদের চিকিৎসা সেবা দেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জি এম এস কে ডালিম, ডাঃ ইমদাদ হোসেন শামীম, ডাঃ এস এম আবু জাহিদ মেডিকেল অফিসার বিশেষ স্বাস্থ্য, সহকারী উপস্বাস্থ্য কর্মকর্তা আমিনুর রহমান প্রমুখ