ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে গাবুরা শিশু কিশোর মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪। তৃতীয় ,চতুর্থ ও পঞ্চম এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা মুলক বৃত্তি পরীক্ষা। গাবুরা শিশু কিশোর ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে প্রথম বার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষা।প্রতি ক্লাসে ট্যালেন্টপুল তিন জন ও সাধারণ মেধায় পাঁচ জন হিসাবে মোট চব্বিশ জনকে এই বৃত্তি প্রদান করা হবে।
বাংলা, ইংরেজি,গণিত ও সাধারণ জ্ঞান প্রতি বিষয় ৫০ হিসেবে মোট ২০০ নম্বরের এই পরীক্ষায় গাবুরা ইউনিয়নের সকল প্রাথমিক ও এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। দু’ টি কেন্দ্রে একই দিন একই সময় সকাল-বিকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাবুরা ৫০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসা এই দুই কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।বৃত্তি প্রাপ্ত সকলকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছেন গাবুরা শিশু কিশোর ফাউন্ডেশনের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম। মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সুচারুভাবে সম্পন্ন করার জন্য আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল কুদ্দুস ( অধ্যক্ষ অব:)কে আহ্বায়ক, ইউ পি সদস্য জি এম গোলাম মোস্তফা ও মোঃ লিয়াকত আলী ,সুপার লক্ষ্মিখালি দাখিল মাদ্রাসা সহ ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে প্রচারনা সহ সার্বিক কর্মকাণ্ড শুরু করেছেন বলে জানা যায়। গাবুরা শিশু কিশোর ফাউন্ডেশনের শিক্ষাবিস্তার কর্ম সূচির অংশ হিসেবে পরিচালিত শিশু কিশোর মেধাবৃত্তি -২০২৪ এর প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জি এস কে এফ এর সভাপতি মোঃ হাফিজুল ইসলাম।ওই সংগঠনের জীবন সদস্য অধ্যাপক ড.ইমদাদুল হক মুঠোফোনে এই প্রতিবেদকে বলেন”,জি এস কে এফ’র সভাপতি মোঃ হাফিজুল ইসলাম অত্যন্ত মেধাবী ও সমাজ সচেতন। শিক্ষা বিস্তার,শিক্ষার উন্নয়ন, শিশু কিশোরদের শিক্ষা মুখি করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচিসহ শিশু কিশোরদের মধ্য বিতর্ক প্রতিযোগিতা, খেলা ধুলার আয়োজন করে থাকে। এই সব কর্মসূচি সম্পাদনের জন্য যে যার অবস্থান থেকে তাকে আর্থিক, শারীরিক ও বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করা উচিৎ”। এই মেধা বৃত্তির প্রতি শিক্ষার্থী,অভিভাবকদের আকৃষ্ট ও প্রচার প্রচারণার জন্য ইতোমধ্যে মাওঃ মোঃ রুহুল কুদ্দুস,জি এম গোলাম মোস্তফা, মাওঃ লিয়াকত আলীর ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে। আয়োজকরা জানান শুরুতে বৃত্তির সংখ্যা ও বৃত্তির অর্থের পরিমাণ কম হলেও ক্রমান্বয়ে এর সংখ্যা ও পরিমান বাড়ান হবে। গণমাধ্যম কর্মী সিনিয়র সাংবাদিক কে এম আব্দুল মজিদ এই প্রতিবেদকে বলেন , “গাবুরা একটি প্রত্যন্ত অঞ্চল কিন্তু দেশের অন্যান্য প্রত্যান্ত এলাকার তুলনায় গাবুরার শিক্ষার হার যথেষ্ট ভাল। বর্তমান সরকারের মন্ত্রী পরিষদ সচিবসহ উচ্চ পদস্থ অনেক কর্মকর্তা গাবুরার সন্তান এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে মানুষকে শিক্ষা মুখি করার বিকল্প নেই।আর এই কাজটি প্রত্যয় নিয়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে গাবুরা শিশু কিশোর ফাউন্ডেশন। এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হাফিজুল ইসলাম। সে শারীরিক ভাবে বেশ অসুস্থ কিন্তু তার অদম্য মনোবল ও প্রবল ইচ্ছা শক্তি তাকে উজ্জ্বিবিত রেখেছে।আমরা যা চিন্তা করতে পারিনি হাফিজুল তা করে দেখিয়েছে”। গাবুরা এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে গাবুরা শিশু কিশোর মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪।