অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে সোমবার দুপুরে তওসীফ বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি ফার্মের উদ্বোধন করা হয়েছে। পৌরভবন মোড় সংলগ্ন আতাউর রহমান কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার জুয়েল মোল্লার পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমামুল হক। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা খলিলুর রহমান।