
বিভাগীয় প্রধান (খুলনা)
কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) পক্ষ থেকে প্রয়াত শিক্ষক আব্দুর রশিদের মরণোত্তর বীমা দাবি পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌর শহরের ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের সদস্য প্রয়াত শিক্ষক আব্দুর রশিদের স্ত্রী শাহনাজ বেগমের নিকট এক লাখ সাত হাজার ৮১৮ টাকা চেক হন্তান্তর করা হয়।
উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালব’র গ অঞ্চলের পরিচালক আরিফ হাসান। বিশেষ অতিথি ছিলেন, কালব’র সহকারী জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান। কালব’র সেক্রেটারি আফসার উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি শহিদুল্লাহ, ডিরেক্টর এনামুল হক, উপজেলা ব্যবস্থাপক শওকত হোসাইন প্রমুখ। #