মো. আব্দুল আলিম 
মানুষ মানুষের রক্ত খায়
মানুষের বিরুদ্ধে মানুষ
রক্ত ঝরে প্রতিনিয়ত,
গ্রাম থেকে শহর, শহর থেকে নগর
যেন এক অমানবিক, নিষ্ঠুর যুদ্ধ!
মনুষ্যত্ব আজ কোথায় হারালো
বিবেকের কাছে নেই বুঝি প্রশ্নের উত্তর
দিকে দিকে চেয়ে দেখি
যেখানে সেখানে অপমৃত্যু
ভাবনা ভাবি বসে বসে
যারা রক্ত খায়, বিনাশ করে
আলোকিত জীবন
শকুনের কালো থাবা সর্বত্র
নিরব নিথর দেহ
কোথাও নেই প্রতিবাদ,
মানুষের অধিকার আদায়ে আপোষহীন হও
বিবেকহীন মানুষ, জ্বলে ওঠো প্রতিবাদে
সোচ্চার হও মানুষের অধিকারে।
তাং-৩০/১০/২০২৫ খ্রিঃ
মো. আব্দুল আলিম
কবি ও সাহিত্যিক
পিতাঃ মোহাঃ নজরুল ইসলাম
গ্রামঃ পারচৌকা
ডাকঘরঃ মনাকষা-৬৩৪২
উপজেলাঃ শিবগঞ্জ
জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ