1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাটে অবৈধ ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অভিযান

আব্দুল কাইয়ুম খান
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

গত ২২ অক্টোবর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমানের উদ্যোগে বাগেরহাট জেলা পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় অবস্থিত মেসার্স মানিক ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্ত। উক্ত অভিযানের মাধ্যমে ইটভাটাটির কিলন ভেঙ্গে দেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী অবৈধ স্থানে ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিলো। ইটভাটাটির চতুর্দিকে ০১ কিলোমিটার দূরত্বের মধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। ইতোপূর্বে একাধিকবার ইটভাটার কার্যক্রম বন্ধ করার নোটিশ প্রদান করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় ও মোল্লহাট উপজেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ইটভাটা বন্ধ করা জন্য মূচলেকা নেওয়া হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ইটভাটার মালিককে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা ধার্য করে এবং উক্ত স্থানে কার্যক্রম না চালানোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন ও নমুনা সংগ্রহকারী বিকাশ বিশ্বাস উপস্থিত ছিলেন। পরিবেশ সূরক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট