1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

কবি “মোহাম্মদ আলীম-আল-রাজী ” এর দুইটি কবিতা

মোহাম্মদ আলীম-আল-রাজী 
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

নিরাপদ পথের আহ্বান

চলো সবাই পথে নামি,
নিয়ম মানি, জীবন দামি।
সচেতনতা হোক সাথি,
ফিরে আসুক ঘরে রাতি।

হেলমেট পরে চালাও ভাই,
সিগন্যাল মানো, রক্ষা পাই।
একটু ধৈর্য সবার মেলে,
দুঃখ মুছে হাসি ফোটে।

নিরাপদ হোক পথঘাট,
চালক-যাত্রী এক সাথে হাত।
জীবন মানেই প্রিয় সম্বল,
নিয়ম মানলেই নিরাপদ চল।

স্বপ্নের কাগজ

ছোটবেলায় বই হাতে নিতাম,
লেখার পাতায় মন হারাতাম।
মানুষ লেখে মুগ্ধ হ’য়ে,
ভাবতাম আমিও লিখব ন’য়ে।

স্বপ্ন জাগে হৃদয়-মাঝে,
ছাপা হবে আমার কাজে।
একদিন নাম ছাপা পেয়ে,
মনটা উড়ল নীলিমা বেয়ে।

আজকে দেখি সত্যি হলো,
মনের আকাশ রঙে ঢললো।
আনন্দে ভাসে হৃদয়খানি,
লেখার জগৎ আমার জানি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট