পটুয়াখালী বাউফল এ বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। ১৫ই অক্টোবর ২০২৫ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং ব্রাক ওয়াশ প্রোগ্রামের সহযোগিতায় পালিত হয় এ দিবসটি। এতে বিভিন্ন বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীরা সাত ধাপে হাত ধোয়া প্রক্রিয়া সম্পন্ন করেন। সাধারণ মানুষ ও এ প্রক্রিয়ায় হাত ধৌত করেন। উপজেলা পরিশোধ চত্বর থেকে বর্ণাঢ্য র ্য্যালি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে ফিরে আসে। পরে উপজেলা হল রমে একটি সভার আয়োজন করা হয়। সবার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনস্বাস্থ্য ও উপ প্রকৌশলী অফিসার জনাব তানভির আহমেদ, প্রকল্প বাস্তবায়নকারী অফিসার জনাব মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ (পিআইও) মাধ্যমিক একাডেমিক শিক্ষা অফিসার জনাব নূরনবী। আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির ডেপুটি ম্যানেজার হাসান তালুকদার, ম্যানেজার রহমাতুল্লাহ, সিনিয়র মনিটরিং অফিসার বিপ্লব কুমার মন্ডল, কর্মসূচি সংগঠক মেহেদী হাসান, টেকনিকাল অফিসার রাবেয়া আক্তার। আলোচনায় বক্তারা বলেন খাবার আগে অবশ্যই হাত ধুয়ে খেতে হবে তাহলে পেটে ব্যথা ডায়রিয়া, কলেরা, আমাশা, পানিবাহিত রোগ বা জীবনু যুক্ত রোগ হওয়া সম্ভব থাকেনা। পাশাপাশি পরিষ্কার কাপড়-চোপড় পড়লে চর্মরোগ হওয়ার সম্ভাবনা থেকেও রক্ষা পাওয়া যায়। তাই এ দিবসটি আজকে সারা বিশ্বে পালিত হচ্ছে। হাত সুন্দর করে ধুয়ে আমরা সবাই হাত ধোয়ার নায়ক হতে চাই। আমরা সকলেই খাওয়ার আগে হাত দেবো এবং খাওয়ার পরে হাত ধোবো,। শরীর যদি সুস্থ চাই, খাওয়ার আগে হাত ধুই।।