1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর! নওগাঁয় নিজ সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় গিয়ে গ্রেপ্তারের দাবি! না ফেরার দেশে আরেক রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ মুবিন ২০২৬-জেলায় গোসাইরহাট দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ নির্বাচিত ‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ফয়সাল মবিন পলাশ
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতার এবং মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় আলীয়ারা গ্রামের বাজারসংলগ্ন প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিপুলসংখ্যক গ্রামবাসী, নারী-পুরুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা নিহত আলাউদ্দিন মেম্বারের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি তারা অভিযোগ করেন, এই ঘটনায় নিরীহ ও সাধারণ মানুষদের জড়িয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করা হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত আলাউদ্দিন মেম্বারের স্ত্রী লায়লা আক্তার। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমি আমার স্বামীর হত্যার সঠিক বিচার চাই। যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। আমার পরিবার আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি সন্তানদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”

লায়লা আক্তার আরও বলেন, মামলার অগ্রগতি খুবই ধীর, যা তাদের হতাশ করে তুলেছে।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন সাইদুল হক তোতা মিয়ার স্ত্রী নাসরিন আক্তার বিথী। তিনি বলেন,
“আমার স্বামী নির্দোষ। অথচ তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুবিচার চাই, নিরপেক্ষ তদন্ত চাই।”

তিনি বলেন, এ ধরনের হয়রানিমূলক মামলার কারণে তাদের পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে এবং আর্থিকভাবেও চরম ক্ষতির মুখে পড়ছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও শিক্ষার্থীরা। তারা বলেন, আলাউদ্দিন মেম্বার ছিলেন একজন জনপ্রিয় ও জনবান্ধব নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন আবার হত্যাকাণ্ডের মোড় ঘোরাতে নিরীহ মানুষদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায়।

স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বলেন,“আমরা শান্তিপূর্ণ একটা গ্রাম চেয়েছিলাম। কিন্তু এখন প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। মিথ্যা মামলা আর হয়রানি যেন গ্রামবাসীর নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করুন, নিরীহদের হয়রানি বন্ধ করুন।”

মানববন্ধনের আয়োজকরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে করে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা হয় এবং নিরপরাধ মানুষগুলো হয়রানি থেকে মুক্তি পায়।
তারা দাবি করেন, এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সঠিক বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট