দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসি -২০২৫ কৃতি শিক্ষার্থী ( জিপিএ – ৫ প্রাপ্ত) অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ রুমানা এন্ড শফিক ফাউন্ডেশন কর্তৃক স্পনসরিত হাফেজা বেগম মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও বিদ্যালয় কর্তৃক ক্রেষ্ট প্রদান সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সেমিনার কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহানুর আলমের সভাপতিত্বে সহকারী শিক্ষক আল মামুন সরকারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ। এছাড়াও কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে ১৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সার্টিফিকেট ও ৫ হজার টাকার চেক প্রদান করা হয়।