বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনপালনওজুলাই-আগস্ট২০২৪ এরগণঅভ্যুত্থানের শহীদদের রুহেরমাগফেরাত কামনায়শনিবারবিকেলেবরিশালেরগৌরনদীতেআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এডভোকেটগাজী কামরুল ইসলামসজল সমর্থিতগৌরনদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনেরউদ্যোগেওই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকিরের সভাপতিত্বে ওইদিনবাদআছর গৌরনদী কেন্দ্রীয় ঈদগা মাঠেঅনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিএনপিরজাতীয় নির্বাহী কমিটিরসদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতাএডভোকেটগাজী কামরুল ইসলাম সজল।জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল উত্তর জেলা শাখারসদস্য সচিব ভিপি মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলঅনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেনসরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের পেশইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন খান।