ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম ইনুমিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
আজ বিকেল পাঁচ ঘটিকার সময় শ্রীরামপুর শিবির মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান,, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর প্রশাসক মলায় মিয়া,বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নাজমুল করিম সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা বিএনপি, সাবেক ভাইস চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ,বক্তব্য রাখেন মরহুমের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপির সহ-সভাপতি ইবনুল হাসান সবুজ, হাসিবুল হাদিস শাহীন,, আশরাফ হোসেন রাজু,, আসাদুজ্জামান দুলাল হাসান মাস্টার, ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়,উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ভূঁইয়া সুমন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাকির হোসেন যুবদল নেতা।অতিথিবৃন্দ দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো মূল্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে হবে এজন্য অন্তর্বর্তী সরকারকে সেই মোতাবেক কাজ করার অনুরোধ জানান।আলোচনা শেষে মরহুম ইনুমিয়া আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয় পরিচালিত হয়।