ব্রাক্ষণবাড়িয়া নবীনগর হত্যা শিকার মাতৃভূমির খবর পত্রিকার সাংবাদিক শাহ আলমের পরিবারকে নবীনগর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী পৌরসভা থেকে ১০ হাজার টাকা সহায়তা দান সহ নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ২০ হাজার টাকা অসচ্ছল পরিবারটির হাতে ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।
নবীনগর উপজেলাস্থ দক্ষিণ কাইতলা ইউনিয়নের কাইতলা গ্রামের কুখ্যাত টাইগার বাবুলের হাতে গত ২৫ শে জুন দুপুরে হত্যার শিকার হন একই গ্রামের সাংবাদিক আমাদের মাতৃভূমি পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শাহ আলম।আজ ১৩ ই আগস্ট নবীনগর নিউ মডেল প্রেসক্লাব কর্তৃক সাংবাদিক শাহ আলমের জানাজা মাঠে ঘোষণা অনুযায়ী অসচ্ছল পরিবারটির জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রয়াত শাহ আলমের ছেলে আবু সুফিয়ানের হাতে তুলে দেয়া হয়। নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে মোঃ হুমায়ূন কবীরের সঞ্চালনায়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী এখলাস উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী,,মোঃ আনোয়ার, শাহ আলমের বড় ভাই আবু তাহের, কাইতলা গ্রামের মুরুব্বী জাকির হোসেন, শাহ আলমের শ্যালক গোলাম মোস্তফা প্রমুখ। সাংবাদিক শাহ আলম একজন নির্ভীক আদর্শবান সৎ সাংবাদিক হিসেবে নবীনগর নিউ মডেল প্রেসক্লাবে পরিচিত ছিলেন।উক্ত ক্লাবটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন শাহ আলম।
সাংবাদিক শাহ আলম হত্যার ঘটনায় তাৎক্ষণিক অত্র এলাকার এবং গ্রামবাসী বিক্ষোভে ফেটে পড়েন। সাথে সাথে টাইগার বাবুলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। উক্ত ঘটনায় নবীনগর থানায় ওই রাতেই পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বর্তমানে ১ নং আসামী জেল হাজতে রয়েছেন।
উক্ত মামলার যথাযথ প্রক্রিয়ায় আসামিদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার নিকট অনুরোধ জানান ক্লাবের সভাপতি খলিলুর রহমান খলিল।
সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর বলেন আমি আমার সহযোদ্ধা শাহ আলমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই।
মামলার বাদী শাহ আলমের বড় ভাই আবু তাহের বলেন আমার ভাইয়ের হত্যাকারীদের যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সার্বিক সহযোগিতা ন্যায় বিচার টুকু পাই এই অনুরোধ রাখেন।