1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদুরোর সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করলেন ট্রাম্প, মার্কিন হামলার প্রস্তুতির নিন্দা ভেনেজুয়েলার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১১ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী শোকসংবাদ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ জানুয়ারি হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়া  সাদ্দাম হত্যার প্রধান আসামি  দেলোয়ার হোসেন দিলীপ ও বাবুলক গ্রেফতার  পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর”

তলবী সভা অবৈধ ঘোষণা: গাইবান্ধা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব-2

মোঃ উজ্জল সরকার, গাইবান্ধা
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

‎গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অবস্থিত বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতায় ২০২৫ সালের ১ জুন অনুষ্ঠিত তলবী সভাকে অবৈধ ঘোষণা করেছে বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী।

‎দপ্তরের রেজিস্ট্রার মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে (স্মারক: ৪০০০২.০০০০.১০৪.৩৪.৪৪৪) জানানো হয়, ইউনিয়নের গঠনতন্ত্রের ২০(খ) ধারা অনুযায়ী সভাপতি বা সাধারণ সম্পাদক সভা আহ্বান না করলে মোট চাঁদা প্রদানকারী সদস্যদের ৬৬ শতাংশের লিখিত অনুরোধ থাকতে হয়। কিন্তু দাখিলকৃত নথিতে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ‎তথ্য মতে, মোঃ খাইরুল ইসলাম (চীন) আহ্বায়ক হিসেবে ওই সভা পরিচালনা করেন এবং কিছু সিদ্ধান্তসহ কাগজপত্র দাখিল করেন শ্রম দপ্তরে। কিন্তু গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করায় সভাটি নথিভুক্তির অযোগ্য বলে জানানো হয়। ‎এছাড়া, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সর্বশেষ বৈধ সাধারণ সভায় আত্মগোপনে থাকা তৎকালীন সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ার বিপ্লবকে বহিষ্কার এবং সভাপতি মোঃ আব্দুস সোবহানের পদত্যাগের পর মোঃ মোতালেব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মোঃ মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ‎সেই সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দপ্তরের স্পষ্ট ব্যাখ্যায় বলা হয়েছে, গঠনতন্ত্র লঙ্ঘন করে কোনো সভা বা সিদ্ধান্তই সংগঠনের দাপ্তরিক স্বীকৃতি পেতে পারে না। ‎সংগঠনের অভ্যন্তরীণ এই অস্থিরতা নিয়ে স্থানীয় শ্রমিকদের মাঝে বিভক্ত মত দেখা যাচ্ছে। অনেকে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট