গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অবস্থিত বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতায় ২০২৫ সালের ১ জুন অনুষ্ঠিত তলবী সভাকে অবৈধ ঘোষণা করেছে বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী।
দপ্তরের রেজিস্ট্রার মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে (স্মারক: ৪০০০২.০০০০.১০৪.৩৪.৪৪৪) জানানো হয়, ইউনিয়নের গঠনতন্ত্রের ২০(খ) ধারা অনুযায়ী সভাপতি বা সাধারণ সম্পাদক সভা আহ্বান না করলে মোট চাঁদা প্রদানকারী সদস্যদের ৬৬ শতাংশের লিখিত অনুরোধ থাকতে হয়। কিন্তু দাখিলকৃত নথিতে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তথ্য মতে, মোঃ খাইরুল ইসলাম (চীন) আহ্বায়ক হিসেবে ওই সভা পরিচালনা করেন এবং কিছু সিদ্ধান্তসহ কাগজপত্র দাখিল করেন শ্রম দপ্তরে। কিন্তু গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করায় সভাটি নথিভুক্তির অযোগ্য বলে জানানো হয়। এছাড়া, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সর্বশেষ বৈধ সাধারণ সভায় আত্মগোপনে থাকা তৎকালীন সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ার বিপ্লবকে বহিষ্কার এবং সভাপতি মোঃ আব্দুস সোবহানের পদত্যাগের পর মোঃ মোতালেব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মোঃ মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দপ্তরের স্পষ্ট ব্যাখ্যায় বলা হয়েছে, গঠনতন্ত্র লঙ্ঘন করে কোনো সভা বা সিদ্ধান্তই সংগঠনের দাপ্তরিক স্বীকৃতি পেতে পারে না। সংগঠনের অভ্যন্তরীণ এই অস্থিরতা নিয়ে স্থানীয় শ্রমিকদের মাঝে বিভক্ত মত দেখা যাচ্ছে। অনেকে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com