পটুয়াখালীর গলাচিপা থেকে কলাগাছিয়া পর্যন্ত প্রধান সড়কটির করুণ অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিতে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে করে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক ও শ্রমজীবী মানুষকে।
বৃষ্টি হলেই পুরো রাস্তা জলাবদ্ধ হয়ে যায়। কোথাও হাঁটু পানি, কোথাও কাদা—এই দুরবস্থার মধ্যেই চলাচল করছে যানবাহন। মাঝে মাঝে যানবাহন বিকল হয়ে পড়লে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পথচারীরা। এতে করে বাড়ছে ক্ষোভ ও হতাশা।স্থানীয়দের অভিযোগ, বারবার সড়ক সংস্কারের দাবিতে আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। নির্বাচনের সময় জনদুর্ভোগের কথা বড় বড় করে বলা হলেও বাস্তবে দেখা যায়না কোনো কার্যকর পদক্ষেপ।একজন ভুক্তভোগী বলেন, “এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন চলতে হয়। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে কষ্ট হয়, রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে আরও কষ্ট। অথচ কেউ দেখে না।”
অবিলম্বে রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী।