বোদায় মহিলা মহাবিদ্যালয় অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে এডিবি সাধারণ বরাদ্দের আওতায় ১১ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
পঞ্চগড় জেলা পরিষদ এর বাস্তবায়নে আজ সকালে মহিলা মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে সাইকেল তুলে দেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ। ২০২২-২৩ অর্থবছরে এডিবি সাধারন বরাদ্দের আওতায় বোদা মহিলা মহাবিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।