1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বৃহত্তর কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত! গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালদায় বিষপ্রয়োগকারীদের তথ্য দিলেই পুরস্কার ঘোষণা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গলাচিপায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব–এম. জহির উদ্দিন স্বপন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

মনিরুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুলাই পূর্নজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জুলাই) শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মাস্টার, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, স্কাউট প্রতিনিধি সাথী এবং জুলাই শহীদ যোদ্ধা জুয়েলের মাতা। এছাড়াও জুলাই যোদ্ধা তাহসিন, সাধন মহন্ত, সবুজ হাসান বিপ্লব, হোসাইন এবং জান্নাতুল আরিফ শ্রাবণসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের জাগরণই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ের সমাজ গড়ে তুলতে পারে। সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়েজিত এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, আলোচনা এবং শপথ গ্রহণের মাধ্যমে বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ পাঠ অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা এবং তাদের দেশের গঠনে সক্রিয়া অংশ গ্রহণে উৎসাহিত করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট