গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুলাই পূর্নজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জুলাই) শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মাস্টার, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, স্কাউট প্রতিনিধি সাথী এবং জুলাই শহীদ যোদ্ধা জুয়েলের মাতা। এছাড়াও জুলাই যোদ্ধা তাহসিন, সাধন মহন্ত, সবুজ হাসান বিপ্লব, হোসাইন এবং জান্নাতুল আরিফ শ্রাবণসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের জাগরণই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ের সমাজ গড়ে তুলতে পারে। সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়েজিত এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, আলোচনা এবং শপথ গ্রহণের মাধ্যমে বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ পাঠ অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা এবং তাদের দেশের গঠনে সক্রিয়া অংশ গ্রহণে উৎসাহিত করা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com