মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকসহ সব শহিদের স্মরণে বাহরাইনে হীদ এলাকায় চৌদ্দগ্রাম রেস্টুরেন্টে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে চৌদ্দগ্রাম সোসাইটি,বাহরাইন।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মামুন আবদুস সাত্তার মজুমদার দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা ইন্জিনিয়ার মো: সেলিম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি সাহাবউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো: ফারুক, সহ-সভাপতি সেলিম হাসান, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আনসারী,সহ- সাংগঠনিক সম্পাদক আহসান সহ- অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সেক্রেটারী সোহাগ মিয়াজি, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, সদস্য নজরুল করিম, অনুষ্ঠানটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া।
আরো উপস্থিত ছিলেন মামুনুর রশিদ ও জহির, চৌদ্দগ্রাম রেস্টুরেন্টে এর স্বত্বাধিকারী ইসমাইল।
অনুষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করা হয়।