গাইবান্ধা রি-গ্রিনিং প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের বৃক্ষ রোপন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষ রোপণ ক্যাম্পেইন উপলক্ষে একটি র্যালি পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে পিয়ারাপুর বড়বাড়ি জামে মসজিদের সামনে এসে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, রিং গ্রীনিং কমিটি সাধারণ সম্পাদক মোঃ শহিদুর ইসলাম,পিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা শাহনাজ,কৃষিবিদ প্রকাশ চন্দ্র রায় প্রজেক্ট অফিসার রি-স্পিনিং কমিটি সদস্য- সাইফল ইসলাম, ধর্মীয় নেতা মোঃ ওমর আলী, রফিকুল ইসলামসহ বোয়ালী ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।