গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাবের অভিযানে হামলার ঘটনায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মুন্না মিয়া (২১) ও তাজুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। গ্রেফতারকৃত মুন্না মিয়া উপজেলার চাঁদপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও তাজুল ইসলাম একই এলাকার মৃত তোফালের হোসেনের ছেলে।এর আগে সকালে র্যাবের পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৭ জুলাই রাতে উপজেলার কামারদহ ইউনিউনের নয়াপাড়ায় র্যাব একটি বিশেষ অভিযোগ পরিচালনা করে। ওই অভিযান চলাকালীন সময়ে র্যাবের উপর হামলার ঘটনা ঘটে।